বাংলাদেশে আরো একটি কারখানা পেল প্লাটিনাম লিড সার্টিফিকেশন

টেকসই ভবন নির্মাণ ও পরিচালনার মানদণ্ডে এ কারখানাটি ১১০ এর মধ্যে ৮৬ স্কোর করেছে।

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে প্লাটিনাম লিড সার্টিফিকেশন পেয়েছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত কটন ফিল্ড বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানা। টেকসই ভবন নির্মাণ ও পরিচালনার মানদণ্ডে এ কারখানাটি ১১০ এর মধ্যে ৮৬ স্কোর করেছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) জানায়, এ অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে এখন মোট ২৩০টি লিড সার্টিফিকেশন প্রাপ্ত কারখানা রয়েছে, যার মধ্যে ৯২টি প্লাটিনাম এবং ১২৪টি গোল্ড স্ট্যাটাসে উন্নীত হয়েছে।

বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটপ্রাপ্ত লিড সার্টিফাইড কারখানার মধ্যে এখন ৬২টি বাংলাদেশেরই। এটি দেশের পোশাক শিল্পের টেকসই উন্নয়নে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করেছে।

আরও