চীনে সেপ্টেম্বরে কয়লা উত্তোলন ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে চীনা পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, রাসায়নিক শিল্পে জ্বালানিপণ্যটির চাহিদা বেড়েছে। তাছাড়া চলতি বছরের শুরু থেকে চলা নিরাপত্তা পরিদর্শন শেষ হওয়ায় পূর্ণ উৎপাদনে ফিরেছে কয়লাখনিগুলো। এতে সামগ্রিকভাবে কয়লা উত্তোলন বেড়েছে। খবর রয়টার্স।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, চীনে সেপ্টেম্বরে ৪১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে, আগের মাসে যা ছিল ৩৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টন। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গ্যালাক্সি ফিউচার বলছে, খনি নিরাপত্তা ব্যবস্থার উন্নতির ফলে সেপ্টেম্বরে কয়লা উৎপাদন বেড়েছে।
চীনের প্রধান কয়লা উত্তোলনকারী প্রদেশ শানসি। সেখানকার খনি নিরাপত্তা প্রশাসন বলছে, নিরাপত্তা পরিদর্শনের কারণে শানসিতে খনিতে দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা চলতি বছরের প্রথমার্ধে যথাক্রমে ৪২ ও ৪০ শতাংশ কমে গেছে। ফলে বাড়তি চাহিদা মেটাতে খনিগুলোয় জোরেশোরে উত্তোলন শুরু করতে পেরেছে।
শানসি ২০২৩ সালে চীনের মোট কয়লা উত্তোলনের ২৯ শতাংশ উত্তোলন করেছিল। নিরাপত্তাজনিত কারণে বছরের শুরুর দিকে প্রদেশের খনিশ্রমিকদের অতিরিক্ত উত্তোলন কমিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।
সরকারি তথ্য বলছে, চলতি বছরের প্রথম নয় মাসে কয়লা উত্তোলন দশমিক ৬ শতাংশ বেড়ে ৩৪৮ কোটি টনে দাঁড়িয়েছে। দেশটির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন সেপ্টেম্বরে ৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫৪ হাজার ৫১০ কোটি কিলোওয়াট ঘণ্টায় পৌঁছায়। এছাড়া শিল্প খাতেও কয়লার চাহিদা বেড়েছে।
গ্যালাক্সি ফিউচারের বিশ্লেষকদের মতে, নিরাপত্তা পরিদর্শন শেষ হওয়ায় কয়লাভিত্তিক মিথানল, ইউরিয়া, পিভিসি ও অন্যান্য রাসায়নিক উৎপাদনের সক্ষমতা সর্বোচ্চ হারে ব্যবহার করা হচ্ছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানটির পূর্বাভাস, ২০২৪ সালে মোট কয়লা উত্তোলন ৪৬৮ কোটি টনে পৌঁছবে, যা গত বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বেশি। ২০২৩ সালে রেকর্ড ৪৬৬ কোটি টন উত্তোলন হয়েছিল দেশটিতে।