বেতন বাড়ানোর প্রস্তাব থেকে সরে এল বোয়িং

আন্দোলনরত কর্মীদের সঙ্গে বোয়িংয়ের আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আগে দেয়া ৩০

আন্দোলনরত কর্মীদের সঙ্গে বোয়িংয়ের আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আগে দেয়া ৩০ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করে নিল মার্কিন উড়োজাহাজ নির্মাতা জায়ান্টটি। বিষয়টি নিয়ে উভয় পক্ষ পুরোপুরি বিপরীত অবস্থান নিয়েছে। বোয়িং বলছে, সংগঠনটি প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা না করায় তারা প্রত্যাহার করে নিয়েছে। ধর্মঘটের আগে কর্মীরা ৪০ শতাংশ বেতন বাড়ানোর দাবি তুলেছিল। খবর বিবিসি

আরও