রুশ পররাষ্ট্রমন্ত্রী

ডলারের ‘মৃত্যু পরোয়ানা’ স্বাক্ষর করেছে পশ্চিমারা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের মাধ্যমে মার্কিন ডলারের ‘‘মৃত্যু পরোয়ানা’’ স্বাক্ষর করেছে পশ্চিমা দেশগুলো।’

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের মাধ্যমে মার্কিন ডলারের ‘‘মৃত্যু পরোয়ানা’’ স্বাক্ষর করেছে পশ্চিমা দেশগুলো।’ গতকাল রাজধানী মস্কোয় আন্তর্জাতিক সায়েন্স ফিকশন সিম্পোজিয়ামে তিনি এক ভাষণে এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সি।

এ সময় ল্যাভরভ জানান, ডলারকে ভৌগোলিক প্রতিদ্বন্দ্বীদের দমন ও শাস্তি দেয়ার জন্য অস্ত্র হিসেবে পরিণত করা হয়েছে। এর মাধ্যমে পশ্চিমা দেশগুলো রিজার্ভ কারেন্সি ও আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম হিসেবে ডলারের একপ্রকার মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করেছে।

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের অভিযুক্ত করে ল্যাভরভ বলেন, ‘তারা বিশ্বায়নের যে ধারণা লালন ও প্রচার করেছে, সেটিকেই ধ্বংস করেছে। ন্যায্য প্রতিযোগিতা ও সম্পত্তির অবিচ্ছিন্নতাসহ অনেক নীতিই পশ্চিমা দেশগুলো রাতারাতি ভুলে গেছে।’

বিরোধপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে রাশিয়া পশ্চিমাদের সঙ্গে সংলাপ বন্ধ করেনি বলেও উল্লেখ করে তিনি।

বলেন, ‘তবে পশ্চিমা দেশগুলো কীভাবে”তাদের প্রতিশ্রুতি ভঙ্গ ও মস্কোর সঙ্গে করা চুক্তিগুলোকে উপেক্ষা করেছে, তা নিয়ে রাশিয়া একটি সিদ্ধান্তে এসেছে।’

আরও