সরবরাহ উদ্বেগে বিশ্ববাজারে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে। প্রধান রফতানিকারক দেশ গিনি থেকে ধাতুটি তৈরির কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে। প্রধান রফতানিকারক দেশ গিনি থেকে ধাতুটি তৈরির কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম শুক্রবার ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য পৌঁছেছে ২ হাজার ৬৫০ ডলার। অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল অ্যালুমিনিয়াম তৈরির কাঁচামাল অ্যালুমিনার দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম শুক্রবার জানায়, তার সহযোগী গিনি অ্যালুমিনা করপোরেশন থেকে অ্যালুমিনা কাঁচামাল বক্সাইটের রফতানি কাস্টমস দ্বারা স্থগিত করা হয়েছে। এটি কাস্টমসের কাছে স্থগিতের কারণ সম্পর্কে স্পষ্টতা চাইছে।

এদিকে এলএমইতে শুক্রবার তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৭৪৬ ডলারে।

এলএমইতে দস্তার দাম শুক্রবার ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩ হাজার ১১৮ ডলার ৫০ সেন্টে। সিসার দাম ১ শতাংশ বেড়ে টনপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৮৬ ডলার ৫০ সেন্ট। টিনের দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৫ ডলারে।

এদিকে চীনে নির্মাণ খাতের কার্যক্রম কমে যাওয়ায় বেশ কয়েক দিন ধরেই নিম্নমুখী ছিল ছিল ধাতব পণ্যের বাজার। তবে সম্প্রতি দেশটির সরকার কিছু অর্থনৈতিক প্রণোদনার ঘোষণা দেয়। ফলে সেপ্টেম্বরের শেষের দিকে ধাতব পণ্যের দাম কিছুটা বেড়ে যায়। তবে এ ঊর্ধ্বমুখিতা থেকে অক্টোবরের শুরুতে ইস্পাত ও আকরিক লোহাসহ অন্যান্য ধাতব পণ্যের বাজারে আবার নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছিল।

আরও