দেউলিয়াত্বের আবেদন করল টিজিআই ফ্রাইডেস

দেউলিয়াত্ব আইনে সুরক্ষা চেয়ে আদালতে আবেদন করেছে মার্কিন রেস্তোরাঁ চেইন টিজিআই ফ্রাইডেস ইনকরপোরেট।

দেউলিয়াত্ব আইনে সুরক্ষা চেয়ে আদালতে আবেদন করেছে মার্কিন রেস্তোরাঁ চেইন টিজিআই ফ্রাইডেস ইনকরপোরেট। আবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে কভিড-১৯ মহামারীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্র্যান্ডটি। এখন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিকল্প খুঁজতে দেউলিয়াত্ব আইনের দ্বারস্থ হয়েছে তারা। টিজিআইয়ের প্যারেন্ট কোম্পানি সরাসরি ৩৯টি রেস্তোরাঁ পরিচালনা করে। আবেদনটি প্যারেন্ট সংস্থার আর্থিক পুনর্গঠনের জন্য প্রযোজ্য হলেও ফ্র্যাঞ্চাইজি রেস্তোরাঁগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। খবর সিএনএন ও ছবি এপি

আরও