একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি, ‘মুখের কথা খরচ করার চেয়ে নির্বাক রংতুলিতে আঁকা ছবির ধার হয়তো অনেক বেশি।’ এ কথার বাস্তব রূপ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন ভবনের দেয়ালে তাকালে দেখা যায় গ্রাফিতি, পোস্টার, বর্ণিল ম্যুরাল কিংবা বিভিন্ন ভাষার ক্যালিগ্রাফি। সরকার পতনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পর ক্যাম্পাসে ক্যাম্পাসে সংস্কারের কাজ করছেন সারা দেশের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় চবি সেজেছে নতুন রূপে। ক্যাম্পাসের আঙিনা রংতুলিতে রাঙিয়ে তুলেছেন শিক্ষার্থীরা; ফুটিয়ে তুলছেন প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। এঁকেছেন আল্পনা, দেয়াল লিখনসহ নানা কারুকার্য।
ক্যাম্পাসে গ্রাফিতির কাজ শুরু করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। নতুন আবহে নিজের বিদ্যাপীঠকে সাজাতে স্বেচ্ছায় অংশ নিয়েছেন অনেকেই। কাজটিতে অংশ নেয়া বেশির ভাগ শিক্ষার্থীরই নেই কোনো পূর্ব অভিজ্ঞতা। তবু আবেগ আর ভালোবাসা মিশিয়ে প্রিয় ক্যাম্পাসকে নান্দনিকতায় ফুটিয়ে তুলতে প্রচেষ্টার কমতি নেই তাদের।
বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, স্টেশন, কাটা পাহাড় রোড, শহীদ মিনার, কলা ঝুপড়ি, চাকসু ভবন ও আবাসিক হলগুলোর দেয়ালে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি এঁকেছেন শিক্ষার্থীরা। এ আল্পনা, গ্রাফিতি ও দেয়াল লিখনে বিভিন্ন ফুল, প্রতিবাদী লেখা ও চিত্রকর্ম প্রভৃতি স্থান পেয়েছে। চবির বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের এ কাজ স্ব-উদ্যোগে। আমরা চাই আমাদের ফাহাদ, হৃদয় তরুয়া, আবু সাঈদ ও মুগ্ধরা আমাদের থেকে দূরে না থাক, তাদের সাহস, বিপ্লব ও ভালোবাসা আমাদের মাঝে, আমাদের ক্যাম্পাসজুড়ে প্রেরণা হয়ে কারুকার্যে মিশে থাক। জগতের সব বৈষম্য ও জুলুমবাজের বিরুদ্ধে তারা বিপ্লবের প্রদীপ্ত প্রতীক হয়ে শাশ্বত মহাকাল বেঁচে থাক, সেজন্য আমাদের এ আয়োজন।’