দিনাজপুরের হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল বেলা ১১টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে পণ্য বিক্রি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লায়লা ইয়াসমিন। ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে দুই লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।