গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে দুটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গুদামে থাকা প্রায় ৬০০ মণ পাট পুড়ে গেছে। এতে অন্তত ১৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। গতকাল সকাল ৬টার দিকে হাজী জহুরুল হকের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, পাটের গুদামে বিদ্যুৎ সংযোগ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের পাশে কেউ সিগারেটের আগুন ফেলে রেখে যায়। সেখান থেকেই আগুনের সূত্রপাত।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম রেজা নীলু জানান, গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ৬০০ মণ পাট পুড়ে যায়। উদ্ধার করা হয় আরো দেড় হাজার মণ।