ব্রাহ্মণবাড়িয়া স্বাচিপ সভাপতির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক ও নাশকতার মামলায় গ্রেফতার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপী এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন আনিছুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় জেলার সাবেক দুই মন্ত্রীসহ ২৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরো ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়। মামলায় ডা. আবু সাঈদকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার শুনানির পর বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়াও তিনি জেলা বিএমএর সাধারণ সম্পাদক।

আরও