মেঘনায় জেলে ও যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারে নামে জেলে ট্রলার। প্রশাসনের ভয়ে জেলে ট্রলারটি বেপরোয়া গতিতে চলতে গিয়ে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রলারের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই রহমান সরদার নিহত হন।

বরিশালের হিজলার চর মেমানিয়া দালালবাড়ি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭টায় একটি জেলে ট্রলার ও যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

নিহতের নাম রহমান সরদার। তিনি হিজলা উপজেলার মেমানিয়ার এলাকার বাসিন্দা। আহতরা হলেন— মাহাতাব সিকদার, বোরহান, আমিনুল মুন্সি। তারা চর মেমানিয়া ও বরজালিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারে নামে জেলে ট্রলার। প্রশাসনের ভয়ে জেলে ট্রলারটি বেপরোয়া গতিতে চলতে গিয়ে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রলারের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই রহমান সরদার নিহত হন।

আহত মাহতাব সিকদার বলেন, তারা কয়েক বন্ধু মিলে নদীতে ট্রলার নিয়ে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।

এ বিষয়ে হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ট্রলার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দুর্ঘটনার বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আজ মেঘনা নদীতে আমাদের কোনো টহল টিম ছিল না। আমাদের রাতে যাওয়ার কথা রয়েছে। তবে ২টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পেয়েছি।

আরও