ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১টায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে কলা ও মানবিক অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার সাধারণ মানুষের ওপর যেমন বর্বরোচিত হামলা করেছিল, ঠিক একইভাবে ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা। আমরা ভেবেছিলাম বুয়েটে আবরার হত্যার পর বিশ্ববিদ্যালয়গুলোয় সন্ত্রাসী হামলা কমে আসবে। কিন্তু তা হয়নি। আমরা আশা করব দেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে এ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে এগিয়ে আসবে।
উল্লেখ্য, গত রোববার ডাকসু ভবনে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত হন ভিপি নুরসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অনেক নেতাকর্মী। এরই প্রতিবাদে আজ সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ডাক দেয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।