নেত্রকোনায় নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

নানা আয়োজনে নেত্রকোনায় পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়।

নানা আয়োজনে নেত্রকোনায় পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের ২৬ জুলাই কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়। যুদ্ধে সাতজন শহীদ হন। দিবসটি উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচি হাতে নেয় মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলসহ মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা।

আরও