সিলেটে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ
করে দিয়েছে পুলিশ। নগরীর সুবিদবাজার এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো
সময় সংঘর্ষ ঘটতে পারে। আন্দোলনকারীরা সরে গিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে।
পুলিশও শক্তি বৃদ্ধি করছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের
গেট থেকে সিলেট নগরীর কোর্টপয়েন্টের উদ্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি
সিলেট ব্যানারে দুই সহস্রাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে রওনা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি সুবিদবাজার এলাকায় যাওয়ার পর সেখানে
পুলিশ পেছন থেকে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে আন্দোলনকারীরা আশপাশের
এলাকায় আশ্রয় নিয়েছে। পুলিশও শক্ত অবস্থানে রয়েছে। তবে এখনো হতাহতের খবর পাওয়া
যায়নি।
মিছিলের আগে সিলেটের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জড়ো
হন। মিছিলে অন্তত দুই হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল
ইসলাম জানান, পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। এখনো কোনো গ্রেফতারের তথ্য তার কাছে নেই।