নেত্রকোনা জেলা শহরের বড়বাজার এলাকায় পণ্যবাহী ট্রাক থেকে মালামাল লুট করার অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিল্কী (জুনু) সহ দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি টহল দল।
বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের জানানো হয়, ভোর সাড়ে ৫টায় রাজশাহী থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপারের কাছে চাঁদা দাবি করে পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিল্কী (জুনু) এবং তার সঙ্গী যুবলীগ নেতা সমীরণ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ট্রাকের মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল তাদের হাতেনাতে আটক করে এবং লুট হওয়া মালামালসহ নেত্রকোনা মডেল থানায় সোপর্দ করে।
অন্যদিকে পৌর এলাকার সুইপার কলোনি থেকে ৩৫ লিটার বাংলা মদসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ শাহে নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীর হাতে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।