বন্দুকযুদ্ধে বিএনপির তিন কর্মী নিহতের ছয় বছর পর মামলা

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে বিএনপির তিন কর্মী নিহতের ছয় বছর পর মামলা হয়েছে। তিনটি পৃথক হত্যা মামলার একটিতে প্রধান আসামি করা হয়েছে কুষ্টিয়ায় তৎকালীন পুলিশ সুপার তানভীর আরাফাতকে।

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে বিএনপির তিন কর্মী নিহতের ছয় বছর পর মামলা হয়েছে। তিনটি পৃথক হত্যা মামলার একটিতে প্রধান আসামি করা হয়েছে কুষ্টিয়ায় তৎকালীন পুলিশ সুপার তানভীর আরাফাতকে। নিহত যুবদল কর্মী আলতাব হোসেন, বিএনপি কর্মী কুদরত আলী মদন আলীর পরিবারের পক্ষ থেকে গতকাল দৌলতপুর থানায় তিনটি মামলা করা হয়।

মদন আলী নিহত হন ২০১৮ সালের ৩০ অক্টোবর। ২০১৮ সালের মে যুবদল কর্মী আলতাব হোসেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এছাড়া ২০২০ সালের ২৫ জুলাই নিহত হন বিএনপির কর্মী কুদরত আলী।

নিহত মদন আলীর ভাই মামলার বাদী কদম আলী সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই মদন আলী বিএনপি করতেন। আওয়ামী লীগের লোকজন তাকে দলটিতে যোগ দিতে চাপ দিতেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় আওয়ামী লীগ নেতারা বিভিন্ন ধরনের মামলা দিয়েছেন। পরে পুলিশকে দিয়ে ক্রসফায়ারে দিয়েছেন।

দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান মামলাগুলো নেয়া হয়েছে বলে জানান। বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও