বিএসটিআই থেকে একটি পণ্যের অনুমোদন নিয়ে তৈরী করছেন ১৬টি পণ্য। এ অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের একটি কারখানায় অভিযান চালায় ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইনে কারখানা মালিক আসাদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, আসাদুল ইসলামের কারখানায় ডিটারজেন্ট পাওয়ার তৈরীর জন্য বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে। এর আড়ালে তিনি তৈরী করছেন টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ক্লিনিং পণ্য। মেহেরপুর জেলা ডিবি পুলিশ সংবাদ পেয়ে কারখানায় অভিযান চালায়। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাসতুরা আমিনা কারখানা মালিককে ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা বলেন, অনুমোদনবিহীন উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। কারখানা মালিক অনুমোদন নেবেন বলে আর্জি জানিয়েছেন। পুনরায় এ অপরাধ সংঘঠিত হলে তাকে কঠোর সাজা দেওয়া হবে। জরিমানার অর্থ পরিশোধ হলে আসাদুলকে মুক্তি দেওয়া হয়। এসময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুুলফিকার আলী, এসআই অজয় কুমার কুন্ডুসহ গোয়েন্দা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।