ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুজনের মৃত্যু

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ও এওয়াজপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- এওয়াজপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. লিটন ও হাজারীগঞ্জ ইউনিয়নের চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো. শিহাব (১৩)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ ঝড়বৃষ্টির পাশাপাশি থেমে থেমে বজ্রপাত শুরু হয়। এ সময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের আঘাতে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে জেলে মো. শিহাব মাইনুদ্দিন ঘাটে নৌকা নোঙ্গর করছিলেন। ঠিক সে সময় তিনি বজ্রপাতের বিকট শব্দে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে তিনি বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জেরিন আক্তার জানান, বজ্রপাতে গুরুতর আহত শিহাব ও লিটনকে হাসপাতালে নিয়ে এলেও তার আগেই তাদের দুজনের মৃত্যু হয়।

এ ব্যাপারে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের আঘাতে মৃত শিহাব ও লিটনের মরদেহ এরই মধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও