কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এল মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা বোটলনোজ প্রজাতির মৃত ডলফিন। গতকাল সকালে জোয়ারের পানিতে সৈকতের জিরো পয়েন্টে ডলফিনটির দেখা মেলে।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটি। এটি দুই-তিনদিন আগে মারা যেতে পারে। শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। পরে তারা বন বিভাগে বিষয়টি জানান।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, বন বিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটিচাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। উপকূলীয় এলাকায় তারা ডলফিন নিয়ে কাজ করছেন।

বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিনটি মাটিচাপা দেয়া হয়েছে। 

আরও