কুড়িগ্রামে একই পরিবারের তিনজনসহ জেলায় নতুন করে সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। এটা জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট ১৮ জন ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হলেন। সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার (১ মে) মোট ৭২টি নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের একই পরিবারের তিনজন, কুড়িগ্রাম সদর উপজেলায় দুজন, উলিপুর ও চিলমারী উপজেলায় একজন করে রয়েছেন।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুর রহমান সরদার জানান, গত ২৬ এপ্রিল উপজেলার সদর ইউনিয়নে ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা একই পরিবারের তিনজন করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে ওই পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। সংগৃহীত নমুনার মধ্যে ওই পরিবারের নয় বছরের এক শিশুসহ আরও তিনজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের উত্তর কুমরপুর গ্রামে ও ঘোগাদহ ইউনিয়নে মরাটারী গ্রামে দুই নারীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এরা দুজনই গাজীপুর থেকে এসেছেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এছাড়াও জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি এবং চিলমারী উপজেলায় থানাহাট ইউনিয়নের মাচাবান্দা পূর্ব নামারচরে এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন।