টানা বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গিয়েছিল রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত সেতু। ৫৬ দিন পর পানি সরে যাওয়ায় সেতুটি আবার ভেসে উঠেছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সেতুটি থেকে পানি সরে যাওয়ার খবর নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
পর্যটন হলিডে কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর পাটাতন পরিষ্কার এবং মেরামতের কাজ শুরু হয়েছে। যদিও বৃহস্পতিবার সেতুতে জনসাধারণের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য টিকিট বিক্রি শুরু হবে।
পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, সেতু থেকে পানি নেমে গেছে এবং এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শুক্রবার থেকে সেতুটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
তিন পার্বত্য জেলায় চলমান নিষেধাজ্ঞার কারণে বাইরের পর্যটকরা না এলেও স্থানীয় পর্যটকদের সেতুতে প্রবেশের অনুমতি থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ আগস্ট থেকে বৃষ্টি ও উজানের ঢলের কারণে ঝুলন্ত সেতুটি পানির নিচে ডুবে ছিল। ১৯৮৩ সালে নির্মিত এই সেতুটি ‘সিম্বল অব রাঙ্গামাটি’ হিসেবে পরিচিত। প্রতিবছর কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলেই সেতুটি ডুবে যায়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতুটি উঁচু করার কোনো সহজ উপায় নেই। এটি উঁচু করতে হলে নতুন করে নির্মাণ করতে হবে।
এদিকে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ৮-৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে স্থানীয় প্রশাসন নিরুৎসাহিত করেছে।