দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ৮ অক্টোবর। এখনো পাঁচদিন বাকি থাকলেও দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা। চট্টগ্রামের সদরঘাট এলাকার একটি মণ্ডপে দুর্গার অবয়ব রঙতুলিতে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতি বছর অশুভ শক্তির বিনাশকল্পে দেবী দুর্গা এ ধরাধামে আবির্ভূত হন। সমাজ থেকে সব অন্যায়-অবিচার, গ্লানি ও বৈষম্য দূর করার জন্যই আয়োজন করা হয় শারদীয় দুর্গা পূজার।