শেরপুরে মহারশি নদীতে নির্মাণ হবে স্থায়ী বাঁধ —পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব

বন্যা নিয়ন্ত্রণে শেরপুরে মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

বন্যা নিয়ন্ত্রণে শেরপুরে মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। এজন্য স্থানীয় বাসিন্দা এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীদের মতামত নেয়া হবে। গতকাল সকালে শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

নাজমুল আহসান বলেন, ‘আমি এসেছি শেরপুরে পাহাড়ি ঢলে পাউবোর যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দেখার জন্য। স্থানীয়দের মতামত জেনেছি। প্রকৌশলীদের মতামত নিয়ে নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পাউবোর নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খাঁন প্রমুখ।

আরও