এসআইবিএলের চাকরিচ্যুত ৬৭২ কর্মকর্তার মানববন্ধন

সদ্য চাকরিচ্যুত ৬৭২ কর্মকর্তার চাকরি ফিরিয়ে দেয়াসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত অফিসাররা।

সদ্য চাকরিচ্যুত ৬৭২ কর্মকর্তার চাকরি ফিরিয়ে দেয়াসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত অফিসাররা। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন।

মানববন্ধনে তারা ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তিনটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হচ্ছে—চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল, এসআইবিএলের পরিচালনা পরিষদকে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে এ ধরনের অন্যায় পুনরাবৃত্তি বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া প্রবর্তন করতে হবে।

মানববন্ধনে তারা বলেন, কোনো নোটিস ছাড়াই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের এক নোটিসে আমাদের ৬৭২টি পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমরা যোগ্যতার ভিত্তিতে ব্যাংকের সব নিয়মকানুন মেনেই চাকরিতে জয়েন করেছি। সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩০ হাজার আবেদনকারীর মধ্যে আমরা চাকরি পেয়েছি। চাকরি ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচির পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও