চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী আয়কর তথ্য-সেবা মাস। আজ রোববার (৩ নভেম্বর) নগরের আগ্রাবাদে পিএইচপি ফেলিকন মাহজাবিন ভবনে আয়কর তথ্য-সেবা মাসের উদ্বোধন করেন কর বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের প্রতিটি সার্কেল অফিসে উৎসবমুখর পরিবেশে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। করদাতাদের সুবিধার জন্য আয়কর মেলার আদলে রিটার্ন জমা নেয়া হবে। এ জন্য প্রতিটি সার্কেল অফিসে স্থাপন করা হয়েছে বিশেষ বুথ এবং ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। একই সঙ্গে রিটার্ন দাখিলকারীদের তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকারপত্রের সঙ্গে মিলবে কর সংক্রান্ত সব তথ্য।
অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার মো. আবদুস সোবহান, চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কমিশনার শামিনা ইসলাম, চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার মো. মঞ্জুর আলম, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কমিশনার আয়শা সিদ্দিকা শেলী উপস্থিত ছিলেন।