রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

নিত্যপণ্যের দাম কমানো এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

নিত্যপণ্যের দাম কমানো এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ দাবিতে গতকাল গাইবান্ধায় বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় জননিরাপত্তা নিশ্চিত, সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তারা। বক্তারা বলেন, ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী তিন মাসে জনগণের আশা-আকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত।’ সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ প্রয়োজনী সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা।

আরও