বরিশালে পলিথিন ব্যবহার বন্ধে অভিযান, জেলা প্রশাসনের সতর্কবার্তা

সরকারের নির্দেশ অনুযায়ী, ১ নভেম্বর থেকে কাঁচাবাজার ও সুপারশপে পলিথিন বা পলিপ্রপাইলিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। যারা এই নির্দেশ অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে বরিশাল জেলা প্রশাসন অভিযান শুরু করেছে। আজ রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মো. লুৎফর রহমান, মো. রবিউল হাসান ভূঁইয়া এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাসহ আরো অনেকে।

সরকারের নির্দেশ অনুযায়ী, ১ নভেম্বর থেকে কাঁচাবাজার ও সুপারশপে পলিথিন বা পলিপ্রপাইলিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। যারা এই নির্দেশ অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু আছে। একই সঙ্গে পলিথিন উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও