মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম সম্পর্কে জানতে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর ৭৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
ঢাকার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্ম ফোর্সেস ওয়ার ফোর্স (এএফডব্লিউসি) কোর্সের শিক্ষা সফরের অংশ হিসেবে সেনা, নৌ ও বিমান বাহিনীর ৭৮ সদস্যের একটি প্রশিক্ষণার্থী দল ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদের নেতৃত্বে গতকাল দুপুর দেড়টায় হিলি সীমান্ত পরিদর্শনে যান। এ সময় জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রতিনিধি দলটি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে কর্তব্যরত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন ও কার্যক্রম সম্পর্কে অবগত হন।
পরে প্রতিনিধি দলটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাদের ফুল ও ফল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পতিরাম-৬১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক প্রেম বিসোয়াত বিএসএফের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম, পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ বিজিবি ও বিএসএফের কার্যক্রম সম্পর্কে অবগত হন। তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে বিজিবির সঙ্গে বৈঠক শেষে বেলা সোয়া ৩টায় বগুড়া ক্যান্টনমেন্টের উদ্দেশে প্রতিনিধি দলটি হিলি সীমান্ত এলাকা ত্যাগ করেন।