লরির ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, চালক গ্রেফতার

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে মালবাহী লরির ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহতের ঘটনায় ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল থেকে লরি চালককে গ্রেফতার করে কাউখালী থানা পুলিশ। গ্রেফতার লরি চালকের নাম শামসুল আলম (৪৫)। তিনি রাঙ্গামাটির কাউখালী উপজেলার মগাছড়ি এলাকার বাসিন্দা।

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে মালবাহী লরির ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহতের ঘটনায় ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল থেকে লরি চালককে গ্রেফতার করে কাউখালী থানা পুলিশ। গ্রেফতার লরি চালকের নাম শামসুল আলম (৪৫) তিনি রাঙ্গামাটির কাউখালী উপজেলার মগাছড়ি এলাকার বাসিন্দা।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর জানিয়েছেন, ঘাগড়ায় লরির ধাক্কায় খাদে পড়ে অটোরিকশার তিন যাত্রী নিহতের ঘটনায় লরির চালককে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) দুর্ঘটনায় আহত হয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লরি চালক শামসুল আলম। এ সময় তাকে পুলিশি পাহারায় রাখা হয়। মঙ্গলবার সকালে লরি চালককে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়ার পরই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) সকাল ৯টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগানে মালবাহী লরির ধাক্কায় সিএনজি অটোরিকশাসহ লরিটি পাহাড়ি খাদে পড়ে যায়। ঘটনায় অটোরিকশার তিন যাত্রী মারা যান, আহত হন দুজন। নিহতরা হলেন- নবীন হোসেন (৫০), মো. হানিফ (৪৫) মো. সোহেল (২১)

আরও