বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি

জড়িতদের গ্রেফতার দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতদের স্বজনসহ স্থানীয়রা।

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতদের স্বজনসহ স্থানীয়রা। 

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে আয়োজিত এ  মানববন্ধনে লতব্দী ইউনিয়নের খিদির পাড়া গ্রামের নিহতদের স্বজনসহ শত শত নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন দুর্ঘটনায় বেঁচে ফেরা ও নিহতদের স্বজনদের মধ্যে  মামলার বাদী  রুবেল শেখ, নিহত পাঁচ মাসের শিশু রোজা মনির বাবা শাহাদাত হোসেন, নিহত মোকসেদা বেগমের মামা সেলিম শেখ, মুক্তার শেখ, আলো আক্তার, মাহমুদা, রং মালা বেগমসহ আরো অনেকে।

এদিকে দুর্ঘটনার পর গঠন করা পাঁচ সদস্যের তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে সোমবার সকালে জমা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আরাসহ কমিটির অন্য সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আবু জাফর রিপন জানান, ১০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে নৌপথে রাতের বেলায় অবৈধ বাল্কহেড চলাচল স্থায়ীভাবে বন্ধসহ ১৬টি সুপারিশ তুলে ধরা হয়েছে। গত ৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এতে সাত শিশুসহ নয়জনের মৃত্যু হয়। এখনো নিখোঁজ নাভা (৬) নামের এক শিশু।

আরও