দেশে হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি সৃষ্টিকারী উচ্চ রক্তচাপের প্রকোপ বেড়েই চলেছে। বরিশালে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় প্রজ্ঞা আয়োজিত সাংবাদিক কর্মশালায় বলা হয়, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটছে অসংক্রামক রোগের কারণে। গতকাল ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক ওই সাংবাদিক কর্মশালায় জানানো হয়, উচ্চ রক্তচাপের পরীক্ষা এবং ওষুধের পেছনে ১ টাকা ব্যয় করলে ১৮ টাকার সুফল পাওয়া সম্ভব।