জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে জলবায়ু ধর্মঘট

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও ও অ্যাক্টিভিস্টা বাংলাদেশ।

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও ও অ্যাক্টিভিস্টা বাংলাদেশ। গতকাল নোয়াখালীতে আয়োজিত জলবায়ু ধর্মঘটে নবায়ন শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান সংগঠনের সদস্যরা। ধর্মঘটে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকরা অংশ নেন। তারা বলেন, ‘জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ। যার নেতিবাচক প্রভাব এরই মধ্যে অনুন্নত দেশগুলোর ওপর পড়ছে।’ পরিবেশের ক্ষতি করে এমন প্রকল্প বন্ধ করে টেকসই প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান তারা।

আরও