গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত রাখতে সতর্ক থাকতে হবে। যাতে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
আজ বুধবার (১৬ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সড়কের নিচে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দেশের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিকরা বারবার সংগ্রাম করে রক্ত দিয়েছে। কিন্তু পরিবর্তন খুব একটা আসেনি। মুক্তিযুদ্ধের পর একটি লুটেরা ও মাফিয়া শ্রেণির উদ্ভব হয়েছিল, যারা রাষ্ট্রকে জিম্মি করে রেখেছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার নামে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল।
তিনি বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। এ কারণে নতুন বাংলাদেশে আওয়ামী লীগ ও তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে। এ বিষয়ে বিএনপি-জামায়াতসহ সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে নুর বলেন, আপনারা আদালতে জিপি, পিপি, এপিপি নিয়োগে প্রতিযোগিতা করছেন। অথচ গণহত্যাকারীদের বিচার করতে পারছেন না কেন?
বর্তমান সরকারের উদ্দেশে নুর বলেন, আপনাদের শুধু নির্বাচনের জন্য বসানো হয়নি। ফ্যাসিবাদী রাষ্ট্রকে গণতান্ত্রিক কাঠামোয় ফিরিয়ে এনে কাজ করতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি খাদ্যপণ্যে ভর্তুকি অব্যাহত রাখার দাবি জানান।
গাজীপুর জেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক পাঠান আজহারের সভাপতিত্বে এবং দলের নেতা মনির মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।