রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারে পরীক্ষা না দিয়েই ফার্স্ট ক্লাস পেয়েছেন এক শিক্ষার্থী। বুধবার (১৬ অক্টোবর) সেমিস্টারের ফল প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে।
জানা গেছে, সাদিয়া আফরোজ মারিয়া (২২) নামের এক শিক্ষার্থী অসুস্থতার কারণে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ফলে তিনি তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষাতেও অংশ নিতে পারেননি। তারপরও ফলাফলের তালিকায় তার জিপিএ ৩.৫০ দেখা যায়।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেছেন, পরীক্ষায় অংশ না নিয়েও ফল পাওয়া মানে পরীক্ষা কমিটির সদস্যরা যথাযথভাবে ফলাফল তৈরি করছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এ ধরনের ঘটনা থেকে বোঝা যায়, পরীক্ষা কমিটির সদস্যরা ইচ্ছামতো ফলাফল তৈরি করছেন। অনেকেই প্রত্যাশিত ফল থেকে বঞ্চিত হচ্ছেন।
সাদিয়া আফরোজ মারিয়া বলেন, ‘আমি এই ফলাফলে অবাক হয়েছি। বর্তমানে আমি ২০২১-২২ শিক্ষাবর্ষের সঙ্গে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত।’
পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক মর্তুজা খালেদ বলেন, এটা আসলে একটি ভুল। এক শিক্ষার্থীর নাম ভুলক্রমে যুক্ত হয়ে গেছে। আমরা এ বিষয়টি সংশোধনের জন্য কাজ করছি।
পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম জানান, এটি একটি অনিচ্ছাকৃত ভুল এবং সংশোধনের কাজ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ফেরদৌসী খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।