বিশেষ বিবেচনায় রাঙ্গামাটির দুর্গম চারটি উপজেলার ৮১টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং এর আওতাধীন ২৯৩ জন শিক্ষককে আত্তীকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ উপহার হিসেবে চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক ‘পিনন-হাদি’
দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। গতকাল সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য দেয়া উপহার গ্রহণ করেছেন খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
উপহার হিসেবে প্রধানমন্ত্রীকে মানপত্র, ক্রেস্ট ও পাহাড়ে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া ও খিয়াং জনগোষ্ঠীর পরিধেয় ঐতিহ্যবাহী পোশাক সংসদ সদস্যের হাতে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হক, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন। বক্তৃতা করেন বাঘাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন ও বিলাইছড়ির জামুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার তঞ্চঙ্গ্যা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রধানমন্ত্রী ভাবেন। তারই ধারাবাহিকতায় এখানে উন্নয়নসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে। ভবিষ্যতেও আরো হবে। তবে শিক্ষকদেরও ছেলেমেয়েদের প্রকৃত শিক্ষায় গড়ে তুলতে হবে। ভালো নাগরিক উপহার দিয়ে তারা যেন দেশকে কিছু দিতে পারে সে লক্ষ্যে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দীপংকর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শিক্ষকদের দেয়া উপহার আমি পৌঁছে দেব।’