বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১০ শিক্ষক-শিক্ষার্থী

বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ গবেষক।

বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক এলসেভিয়ার প্রকাশিত জরিপের তালিকায় রয়েছেন নয় শিক্ষক ও এক শিক্ষার্থী। গতকাল বিষয়টি নিশ্চিত করেন তালিকায় স্থান পাওয়া বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

গত সোমবার এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। মূলত বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন এবং অন্যান্য সূচকের ভিত্তিতে তৈরি করা হয়েছে ওই তালিকা। তালিকায় পুরো এক বছরের গবেষণা ও পেশাগত ভিত্তিতে সেরা গবেষক নির্ধারণ করা হয়।

আরও