রাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

প্রাণনাশের হুমকি ও মারধর করে আবাসিক হল থেকে বের করে দেয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী।

প্রাণনাশের হুমকি ও মারধর করে আবাসিক হল থেকে বের করে দেয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগে প্রাণনাশের হুমকির ঘটনা ১২ মার্চ হলেও রোববার রাতে তাকে মারধর করা হয়। 

ভুক্তভোগী ফয়সাল আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ও শহীদ হবিবুর রহমান হলের ৪০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। 

লিখিত অভিযোগে রাবি ছাত্রলীগের সহসম্পাদক মনিরুল ইসলাম ওরফে স্বপনের নাম উল্লেখ করা হয়েছে। তিনি ২০১৪-১৫ সেশনের ফোকলোর বিভাগের শিক্ষার্থী। এছাড়া আরো ২০-২৫ জনকে অভিযুক্ত করেছেন ফয়সাল। 

লিখিত অভিযোগে ফয়সাল উল্লেখ করেছেন, ১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শহীদ হবিবুর রহমান হলের ৪০৪ নম্বর কক্ষে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম এসে তাকে বলেন, ‘তুমি এখন রুম থেকে বের হয়ে চলে যাও, না গেলে তোমাকে প্রাণে মেরে ফেলব।’ এরপর অন্য একটি ছেলের বিছানাপত্র তার কক্ষে রেখে চলে যান। রোববার রাত সাড়ে ৮টার দিকে আবার আসেন মনিরুল। এ সময় তার সঙ্গে ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী আসেন। স্বপন কক্ষে এসে তাকে বলেন, ‘তোকে না রুম থেকে বের হয়ে যেতে বলেছিলাম? তুই এ রুমে এখনো কী করিস? হল কি তোর বাপের, আমার এ ব্লকে থাকতে হলে আমাকে টাকাপয়সা দিয়ে থাকতে হবে।’ এসময় তার বিছানাপত্র বের করে বাইরে ফেলে দেয়া হয়।

ফয়সাল বণিক বার্তাকে বলেন, ‘আমি হল প্রাধ্যক্ষের মাধ্যমে ৮ মার্চ হলে উঠেছি। সেদিন মনিরুল আসেননি। প্রথমে ১২ মার্চ কয়েকজন এসে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে সিট থেকে নেমে যাওয়ার হুমকি দেন। পরে রোববার মনিরুলসহ ২০-২৫ জন এসে আমাকে মারধর করেন। এ কারণে থানায় অভিযোগ দিয়েছি।’

অভিযোগের বিষয়ে মনিরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘৪০৪ নম্বর কক্ষে আমাদেরই এক ছোট ভাই ছিল। ওখানে এক দরিদ্র শিক্ষার্থী উঠবে, এই কথা ছিল। তার আবাসিক সুবিধা আছে। পরে সেখানে তাকে তুলে দেয়া হয়। সেখানে উচ্চবাচ্য হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’

আরও