পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক অনুষ্ঠান বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল বিকালে পাঁচ দিনব্যাপী মেলা উদ্বোধনের মধ্য দিয়ে পাহাড়ের সবচেয়ে বড় এ সামাজিক উৎসবের সূচনা হলো। মেলা উপলক্ষে এদিন বিকাল ৪টায় রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। পরে পাহাড়ি নৃত্যশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। একই সময়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতব্বর।