সেতুর পাটাতন ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর ওপর বেইলি সেতুতে পাথরবাহী ট্রাক ওঠায় পাটাতন ভেঙে গেছে।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর ওপর বেইলি সেতুতে পাথরবাহী ট্রাক ওঠায় পাটাতন ভেঙে গেছে। এতে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে বেইলি সেতুটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় পাশেই ২০১৬ সালের ১১ জানুয়ারি নতুন সেতুর কাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ২০১৯ সালের জানুয়ারিতে কাজ বুঝিয়ে দেয়ার কথা থাকলেও দীর্ঘ সাত বছরেও শেষ হয়নি সেতুর কাজ। তাই ঝুঁকিপূর্ণ সত্ত্বেও পুরনো এ সেতু দিয়ে যান চলাচল করে। |

সওজ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সীমান্ত সংযোগ সড়কের নির্মাণসামগ্রী পাথর পরিবহনের সময় একটি পাথরবোঝাই ট্রাক বাঘাইহাট থেকে মারিশ্যার দিকে রওনা করে। এর মধ্যে কাচালং বেইলি সেতুতে ওঠার সময় সেতুর শুরুর দিকে পাটাতনের একটি অংশ ভেঙে যায়। এ সময় পাথরবোঝাই ট্রাক সেতুতে আটকে যায়। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে দু-একদিনের মধ্যে বেইলি সেতুটি চালু করা সম্ভব হবে জানিয়েছে সওজ।

জানতে চাইলে সওজ খাগড়াছড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘‌গতকাল সকাল ৮টার দিকে বেইলি সেতুর একটি অংশ ভেঙে পড়ে। আমরা খবর পাওয়ার পর সব ইউনিটকে কাজে লাগিয়েছি। বেইলি সেতু দিয়ে মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচল করতে পারে না। এমনিতেই পুরনো এসব বেইলি সেতু দীর্ঘদিন ব্যবহারের ফলে আয়ুষ্কাল কমে আসে। সীমান্ত সংযোগ সড়কের জন্য পাথরবোঝাই ট্রাকটি পারাপারের সময় বেইলি একটি অংশ ধসে ভেঙে পড়ে। আমরা আশাবাদী দু-একদিনের মধ্যে সেতুটি যান চলাচলের উপযোগী করতে পারব। গার্ডার সেতু নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পাকা সেতুটির নির্মাণকাজ চলছে। তবে এটি শেষ হতে কিছুটা বিলম্ব হচ্ছে। বর্তমানে সেতুর আগে একটি রিটেইনিং ওয়াল (ধারক দেয়াল) নির্মাণ কাজ চলছে। রিটেইনিং ওয়াল নির্মাণ না হলে সেতুর অ্যাপ্রোচ তৈরি করা যাবে না। যে কারণে কিছুটা সময় লাগছে। দুই মাসের মধ্যে সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, সড়ক বিভাগের অবহেলার কারণে পুরো উপজেলার মানুষ দীর্ঘসময় ধরে ভোগান্তির শিকার হচ্ছে।

আরও