বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শাবিপ্রবি থেকে কোর্ট পয়েন্ট অভিমুখে শিক্ষার্থীদের মিছিল

সিলেটে বিশাল মিছিল নিয়ে নগরীর কোর্ট পয়েন্টের উদ্দেশে রওনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‌। অন্তত দুই হাজার শিক্ষার্থী মিছিলে অংশ নিয়েছে। সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসঙ্গে কর্মসূচিটি পালন করছে। অন্যদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ।

সিলেটে বিশাল মিছিল নিয়ে নগরীর কোর্ট পয়েন্টের উদ্দেশে রওনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অন্তত দুই হাজার শিক্ষার্থী মিছিলে অংশ নিয়েছে। সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসঙ্গে কর্মসূচিটি পালন করছে। অন্যদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ।


বুধবার (৩১ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কোর্ট পয়েন্টের উদ্দেশে রওনা করে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট ব্যানারে অনুষ্ঠিত মিছিলে নানা শ্লোগানে প্রকম্পিত হচ্ছে সিলেটের রাজপথ।

মিছিলের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, খুনিদের সঙ্গে আর কোনো আপোষ নয়। আমাদের আন্দোলন চলবে।

জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, একটি মিছিল শহরের উদ্দেশে গেছে। পুলিশ গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি শান্ত রয়েছে।


আরও