মালয়েশিয়া পাচারের সময় ১২ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪ দালাল

সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সুপারি বাগানের ভেতর কিছু লোকজন জড়ো হয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১২ রোহিঙ্গা ও চার দালালকে আটক করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারের সঙ্গে জড়িত চার দালালকে আটক করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে নয়জন কিশোরী ও তিনজন নারী রয়েছেন। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সোমবার (৪ নভেম্বর) টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও গ্রেফতার করা হয়।

আটক চার দালাল হলেন— টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নুরুল আমিন (২৫) ও নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মিনহাজ উদ্দিন (২০) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার মো. আল আমিন (২৪)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সুপারি বাগানের ভেতর কিছু লোকজন জড়ো হয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১২ রোহিঙ্গা ও চার দালালকে আটক করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আটক দালালদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আরও