পদ্মা নদীতে নিখোঁজ দুই এএসআইর একজনের মরদেহ উদ্ধার

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে দুষ্কৃতকারীদের নৌকার ধাক্কায় ডুবে যাওয়া নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) একজনের মরদেহ একদিন পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধারকৃত মরদেহ এএসআই সদরুল আলমের বলে চিহ্নিত করা হয়েছে। সদরুল কুমারখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। নিখোঁজ এএসআই মুকুল হোসেনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপর এএসআই মুকুল হোসেনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মায় নদীতে হামলার শিকার হয়ে নিখোঁজ হন দুই পুলিশ সদস্য। তারা হলেন এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন। উপজেলার বেড় কালোয়া এলাকায় পদ্মা নদীতে সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আরও