মেয়র তাপসের প্রধান কাজ ছিল ফাঁকা জায়গা দখল করা। এ ছাড়া তিনি বিচারকদের ওপর প্রভাব খাটিয়ে সারা দেশের দখলদারদের পক্ষে মামলার রায় নিয়ে আসতেন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। ব্রিটিশবিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থাপনা শহীদ বেদী বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে ফুডভ্যান ক্যান্টিন ইজারা বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের শহীদ বেদিতে বিকাল ৫টা ৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ঢাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা এ পার্ক। শুধু আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় সারা ভারতবর্ষের জন্যই গুরুত্বপূর্ণ। বর্তমানের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রধান প্রতীক এ পার্ক। যেখানে সিপাহীদের ফাঁসি দেয়া হয়েছে। অতীতে সাবেক মেয়র তাপস অর্থের লোভে এ জায়গা ইজারা দিয়েছে।