টাঙ্গাইলে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিতে স্কুলছাত্র
মারুফ মিয়া হত্যায় এমপি-মন্ত্রীসহ জেলা আওয়ামী লীগের ৫৬ নেতার বিরুদ্ধে
মামলা হয়েছে। এ মামলার প্রধান
আসামি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী
আব্দুর রাজ্জাক। এছাড়া এ মামলায় অজ্ঞাত
আরো ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত
করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন। গত রোববার বিকালে
টাঙ্গাইল সদর মডেল থানায় মামলাটি করেন নিহত মারুফের মা মোর্শেদা।
এ মামলার অন্য আসামিরা হলেন— সাবেক মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীর, এমপি তানভীর হাসান ওরফে ছোট মনির, তার ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক সংসদ সদস্য হাসান ইমান খান সোহেল হাজারী প্রমুখ।