বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে লক্ষ্মীপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে মাঝেমধ্যে দমকা হাওয়াও বইছে। বৃষ্টির কারণে শহরজুড়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। মেঘনার উপকূলীয় এলাকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশালের সব ধরনের নৌচলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে ভোলাগামী শতাধিক যাত্রী লঞ্চঘাটে আটকা পড়েছে।
লক্ষ্মীপুর আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক সোহরাব হোসেন জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে দুপুর থেকে ভারি বর্ষণ ও বজ্রপাত হয়েছে। লক্ষ্মীপুর এবং নোয়াখালী নদী তীরবর্তী এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারা দিনের বৃষ্টিপাতের হিসাব সন্ধ্যায় করা হবে।
তিনি জানান, ঘূর্ণিঝড় দানা আজ রাতে বা শুক্রবার সকালে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারি বর্ষণ হতে পারে এবং মেঘনায় পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় দানা নিয়ে কার্যকর পদক্ষেপের খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।