ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাহিদা বেগম (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সাহিদা বেগম ত্রিশালের বিয়েরা এলাকার কামাল হোসেনের স্ত্রী।

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সাহিদা বেগম (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত সাহিদা বেগম ত্রিশালের বিয়েরা এলাকার কামাল হোসেনের স্ত্রী।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে আউলিয়া নগর রেলওয়ে ক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সাহিদা বেগম ঢাকা-ময়মনসিংহ রেললাইনের আউলিয়ানগর রেলক্রসিং এলাকায় পারাপারের সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, সাহিদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দুই সন্তানের জননী। পরিবারের সদস্যদের অজান্তে প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, নিহতের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করলে মরদেহটি হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও