জলাবদ্ধতা নিরসন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। গতকাল বেলা সাড়ে ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের জলকপাটে এ কর্মসূচি পালিত হয়। কৃষকের দাবি, পানি উন্নয়ন বোর্ড ৪৭/৪ নম্বর পোল্ডারের দক্ষিণ খাপড়াভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণের সময় একটি ছোট জলকপাট নির্মাণ করে। এটা দিয়ে বর্ষা মৌসুমে ১০-১৫ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন হয় না। এতে প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় বীজতলাসহ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।