দুদিন কমানো হলো মধুমেলা

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মভূমি যশোরের সাগরদাঁড়ীতে প্রতি বছর আয়োজন করা হয় মধুমেলা।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মভূমি যশোরের সাগরদাঁড়ীতে প্রতি বছর আয়োজন করা হয় মধুমেলা। বিগত বছরগুলোয় নয় দিনব্যাপী মেলা হলেও এবার দুদিন কমিয়ে মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী বছরের ২৪ জানুয়ারি মেলা উদ্বোধন করা হবে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

গতকাল দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে মধুকবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান।

সভাশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মেলা আয়োজনের জন্য এবারো ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মেলায় যাতে কোনো অশ্লীল পুতুল নাচ, অপসংস্কৃতিকমূলক অনুষ্ঠান, ভ্যারাইটি শো প্রদর্শন, জুয়া, লটারি, হাউজি খেলা না থাকে, সে বিষয়েও সভায় আলোচনা হয়েছে।

সভায় বক্তারা বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে যে কয়টি মেলা হয়, তার মধ্যে মধুমেলা অন্যতম। এ মেলার ভাবগাম্ভীর্য অনেক। এ কারণে মেলার উদ্বোধন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাতে হবে। এছাড়া যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে যশোরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা।’ সে বিষয়ে মেলার মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করার দাবি জানান বক্তারা।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, সাংবাদিক আনোয়ারুল কবির, তৌহিদ জামান, মনিরুল ইসলাম, আকরামুজ্জামন ও জুয়েল মৃধাসহ অনেকে।

আরও