মেহেরপুরে গতকাল থেকে শুরু হয়েছে হিমসাগর আম সংগ্রহ। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এবার ২৫ মে থেকে হিমসাগর আম সংগ্রহের সময় নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। ব্যবসায়ীরা তাই গতকাল সকাল থেকে শুরু করেন আম সংগ্রহের কাজ। ফলে আম বাগানগুলোয় ছিল উৎসবমুখর পরিবেশ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার জানান, জেলায় ২ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এবার ৩৭ হাজার ৭৮৫ টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।