মুন্সিগঞ্জে ব্যাংকে টাকা না পেয়ে গ্রাহকদের সড়ক অবরোধ

ন্যাশনাল ব্যাংকের মুন্সিগঞ্জের গজারিয়া শাখায় টাকা না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন গ্রাহকরা।

ন্যাশনাল ব্যাংকের মুন্সিগঞ্জের গজারিয়া শাখায় টাকা না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন গ্রাহকরা। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শতাধিক গ্রাহক। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে খবর পেয়ে বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে যান গ্রাহক।

নাফিজ দেওয়ান, আবুল হোসেনসহ কয়েকজন গ্রাহক জানান, ন্যাশনাল ব্যাংক গজারিয়া শাখায় জমাকৃত টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন তারা। ব্যাংক থেকে টাকা না দিয়ে বারবার তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। কয়েক দিন পরপর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাংকে অপেক্ষা করে খালি হাতে বাড়ি যেতে হয়েছে অনেককে। তাছাড়া ব্যাংক ম্যানেজার স্বজনপ্রীতির মাধ্যমে কতিপয় লোকজনকে সন্ধ্যার সময় টাকা দেন। ব্যাংকের অন্য কর্মকর্তারা গেট বন্ধ করে বসে থাকেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, দুই থেকে তিন মাস পর সমস্যা সমাধান হয়ে যাবে। প্রতিদিন শত শত গ্রাহক ব্যাংকে টাকা নেয়ার অপেক্ষায় থাকেন। দিনশেষে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাদের।

এ বিষয়ে ন্যাশনাল ব্যাংক গজারিয়া শাখার সহকারী ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, ‘এ বিষয়ে শাখা ম্যানাজার ভালো বলতে পারবেন। তিনি এখন ব্যাংকের প্রধান কার্যালয়ে রয়েছেন।’ তবে গ্রাহক হয়রানির ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে তারা গ্রাহককে সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও